হ'তে পারে আমার কোন বসতি প্রয়োজন
অথবা হ'তে পারে আমার ঘুম প্রয়োজন
আমার অসুখ-আবেশ হয়েছে
আমি এসব দেখি স্বপ্নের মাঝে
আমি তাকায়ে দেখি সরু সরু গলিতে
আমি মরিয়া-ডাক দেই
আমি আশা নিয়ে সারারাত জেগে থাকি আর দেয়ালে মাথা ভাঙ্গি
(কোরাস)
কি পেয়েছ বালক, বুঝা কঠিন
আমি সব সময়েই ভাবি এটাই
আমি আটকে গেছি, আমার হৃদয় ভাজা ভাজা
আমার হৃদয় থেকে তোমাকে কেন হারাতে পারিনা
কারন তোমার ভালবাসা, তোমার ভালবাসা, তোমার ভালবাসা আমার ওষধি
তোমার ভালবাসা, তোমার ভালবাসা, তোমার ভালবাসা
তোমার ভালবাসা, তোমার ভালবাসা,তোমার ভালবাসা আমার ওষধি
তোমার ভালবাসা, তোমার ভালবাসা, তোমার ভালবাসা
কারও পরামর্শ শুনতে হবেনা
মা বলেছেন দুইবার (ভাবতে) ভাবনা
কিন্ত নিজের দিকে তাকালে, নিজেকে আসক্ত মনে হয়
বন্ধুরা বলে আমি নাকি পাগল হয়েছি
আমার বিবেক বিচার নাকি ঝাপসা হয়েছে
আমার জীবন চলায় ক্ষতি হবেনা
যদি প্রেম-জবরে আর পাগল মাথায় আমি রই ।।
লোকে কি বলে, তাতে আমার কিছু আসে - যায়না
আমি যা মুল্য দেই, ভিড়ের মুল্যয তার চেয়েবেশি
আমি অনেক উপরে উঠি, যখন তুমি আমার সাথে থাক
কিন্ত বুড়া হয়ে যাবে, যখন তুমি চলে যাবে
হে, তাহলে আমার প্রশ্ন জাগে
তুমি কি আমার হ্রিদয়ের কোঠায় (বেইজমেন্টে) অনুস্টহান করতে চাও
আমি কি তোমার হ্রিদয়ে দিয়েছি বড় (৮০৮) ঢোলের স্পন্দন ?
আমার ভালবাসা কি তোমার ওষধি ? তোমার ওষধি ?
হুহ, তোমার ওষধি ?
হুহ। তোমার ওষধি
আমার ভালবাসা কি তোমার ওষধি ?
কারণ তোমার ভালবাসা, তোমার ভালবাসা আমার ওষধি
তোমার ভালবাসা, তোমার ভালবাসা, তোমার ভালবাসা
তোমার ভালবাসা, তোমার ভালবাসা,তোমার ভালবাসা আমার ওষধি
তোমার ভালবাসা, তোমার ভালবাসা, তোমার ভালবাসা
(পুনরাবৃত্তি)
হে, হে, তাহলে ........................
তোমার ভালবাসা, তোমার ভালবাসা আমার ওষধি