তোমার সাথে অন্ধকারে বসা
আগুন তাওয়ায় আগুন পোহানো
জেনে রাখ এরই মাঝে তোমাকে জানা
তুমি উজ্জ্বল করেছ আমার দিন
আমি পেয়েছি কিছু তোমারে ঘিরে থাকা
আমি আশা করি আর বলি এটাই সঠিক
তাইতো তোমার হাত ধরে আমি প্রশ্ন করি
তোমার বাঁকি জিবনের পরিকল্পনা করেছ কি ।।
এস সে কথা ভুলে যাই, ঝেড়ে ফেলি এখনই
যা জীবনকে দুঃশ্চিন্তায় ফেলে, তারপরও আমি সুখি থাকব
চুল পাকে গেলেও আমি সুখি থাকব
কমর ফুলে গেলেও আমি সুখি থাকব
আরে ! সময়ের প্রায়শ্চিত্তেও
থাকব তরুন বাঁকি জিবনে ।।
ভেবেছি সন্তান নেব
যখন দেখেছি তোমার চোখে
নামও ঠিক করেছি তাদের
মেয়ে রোজ
রায়ান ছেলের ।।
এস সে কথা ভুলে যাই, ঝেড়ে ফেলি এখনই
যা জীবনকে দুঃশ্চিন্তায় ফেলে, তারপরও আমি সুখি থাকব
চুল পাকে গেলেও আমি সুখি থাকব
কমর ফুলে গেলেও আমি সুখি থাকব
আরে ! সময়ের প্রায়শ্চিত্তেও
থাকব তরুন বাঁকি জিবনে ।।
আমি আসলে ঝড় ঝঞ্জা আমলে নেই না
ওহ! যত সময় তুমি আমার পাশে আছ
ওহ! আমরা তরুন থাকব, ওহ! আমরা তরুন থাকব,
ওহ! আমরা তরুন থাকব, যখন বুড়া হয়েও যাব ।।
এস সে কথা ভুলে যাই, ঝেড়ে ফেলি এখনই
যা জীবনকে দুঃশ্চিন্তায় ফেলে, তারপরও আমি সুখি থাকব
চুল পাকে গেলেও আমি সুখি থাকব
কমর ফুলে গেলেও আমি সুখি থাকব
আরে ! সময়ের প্রায়শ্চিত্তেও
থাকব তরুন বাঁকি জিবনে ।।