স্বপ্ন দেখা শুরু করতে পারতাম, কিন্ত কখনো শেষ হতোনা
যতক্ষণ তোমায় নিয়ে গেল, আর আমরাও ভান করলাম
আমি সেই থেকে আজও স্বপ্ন দেখে চলছি
আমার সরল মনের কথা
তুমি বল এটা সহজ, কিন্ত আর কে বলে
আমরাও পারতাম এটা এমনই রাখতে
কিন্ত এটা আরও সহজ
আমার সরল মনের কথা
আমাকে দাও এটা সরল মন থেকে
বল আমরা আবার শুরু করতে পারি
তুমি জান আমি কখনো যাবনা
যতক্ষণ আমি জানি/বুঝি
আমার সরল মনের কথা
তোমাকে আমি দেখব রাস্তায় কোন এক অন্যসময়
আর আমাদের সব কথা এলোমেলো হবে বিষয় হারায়
আমি স্বপ্ন দেখতেছিলাম
আমার সরল মনের কথা
আমাকে দাও এটা সরল মন থেকে
বল আমরা আবার শুরু করতে পারি
তুমি জান আমি কখনো যাবনা
যতক্ষণ আমি জানি/বুঝি
আমার সরল মনের কথা
আমাকে দাও এটা সরল মন থেকে
বল আমরা আবার শুরু করতে পারি
তুমি জান আমি কখনো যাবনা
যতক্ষণ আমি জানি/বুঝি
আমার সরল মনের কথা