বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ
যখন সূর্য পশ্চিমে ডুবে
বাংলাদেশের নিযুত মানুষ মরে
বাংলাদেশের গল্প
পুরনো হলেও আবার নুতন করা
অন্ধ অনুগত মানুষ যারা হুকুম মানে
যারা আইন ভেঙ্গে জাতি গড়ে
দেশের তরে কি বিসরজন দেয়া!
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ
যখন সূর্য পশ্চিমে ডুবে
বাংলাদেশের নিযুত মানুষ মরে
আর একবার আমরা পাশে দাড়াই
আর শহিদ পরিবার লক্ষ্য করি
কুমারি মায়ের উদাস নয়ন দেখি
সে যেন লক্ষ্য করে অযাচিত সন্তানের চেতনা
যুদ্ধ করে ঘন বৃষ্টি আর কলেরা
আর ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে
ঘুমায় রাতে শান্তিতে
সৈনিকেরা এসে খুন করে তাদের বিছানাতে
সন্ত্রাস চলে ভিতিকর ভাবে
আর নিস্তব্দ হয় রক্তে ভিজে
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ
যখন সূর্য পশ্চিমে ডুবে
বাংলাদেশের নিযুত মানুষ মরে
সেনা কর্মকর্তার যুক্তি শুনেছ
রক্ত দেয়ার ? স্বেচ্ছায় দিয়েছে
বালকেরা শিরায় সুচ নিয়েছে
দেহ থেকে সব রক্ত ঝরিয়েছে
বুঝেও নাই, ব্যথাও নাই
আর এই হল বাংলাদেশের গল্প
পুরনো হলেও আবার নুতন করা
যারা আইন ভেঙ্গে জাতি গড়ে
দেশের তরে কি বিসরজন দেয়া!
বাংলাদেশ, বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ
যখন সূর্য পশ্চিমে ডুবে
বাংলাদেশের নিযুত মানুষ মরে