তুমি মোরে বন্ধু বলেছ তো একটি নুতন নামে ডাকো
আমি আছি বর্ধিত প্রেরনায় (তব ভালবাসায়) পেয়েছি
নুতন ঠিকানা
তুমি বুঝনা, দেখনা
সবকিছু বদলে যেতে পারে, এতো নয় নুতন ঘটনা
তুমি মোরে বন্ধু বলেছ তো একটি উপায় বল
ভয় হারাতে যেন একটা সুযোগ নিতে পারি
থমকে দাড়ায়েও যেন চলতে পারি
ভেঙ্গে গেলেও যেন ভাবি একটু বেঁকেছি
যেন অনুভব করি একটু বেঁকেছি
অবশেষে যখন খুলবে দ্বার
ঢুকতে দাও সব উপহার
দেখবে তুমি তো একা নয়
দেখবে তখন আছে কেউ ভালাবাসার ।।
তুমি মোরে বন্ধু বলেছ, তুমি চেয়েছ আ্মি থাকতে
তোমার দুস্টুমি জানতে, যেকোন ভাবে তোমারে ভালবাসতে
তোমার জগত আর গোপন সংকোচ দেখতে
প্রতিক্ষা যেন করি তোমার রুপ-লাবন্য প্রকাশ পেতে
অথবা তুমি ঠিক যা বলতে চাও তা বুঝতে ..................
অবশেষে যখন খুলবে দ্বার
ঢুকতে দাও সব উপহার
দেখবে তুমি তো একা নয়
দেখবে তখন আছে কেউ ভালাবাসার ।।
অবশেষে যখন খুলবে দ্বার
ঢুকতে দাও সব উপহার
দেখবে তুমি তো একা নয়
দেখবে তখন আছে কেউ ভালাবাসার ।।
রুদ্ধ হবে না তোমার স্বপ্ন আর
রুদ্ধ হবে না তোমার স্বপ্ন আর
আছে কেউ ভালাবাসার
অবশেষে যখন খুলবে দ্বার
ঢুকতে দাও সব উপহার
দেখবে তুমি তো একা নয়
দেখবে তখন আছে কেউ ভালাবাসার ।।
অবশেষে যখন খুলবে দ্বার
ঢুকতে দাও সব উপহার
দেখবে তুমি তো একা নয়
দেখবে তখন আছে কেউ ভালাবাসার ।।