জলদি আসো, তোমার জন্য অপেক্ষার সময়
প্রতি মুহূর্ত (সেকন্ড) যেন হাজার যুগের মতন
হাতে হাত, চোখে চোখ, তোমার দেহে যদি এলিয়ে পড়ি
মনে হয় সবই আমার
তোমার আমার মাঝে আর কেউ নাই
মরণ জ্বালা জ্বলে
প্রিয়তম, তুমি যদি চলে যেতে চাও
আমার হৃদয়ে অনেক ব্যাথা বাজে ।
এরেই কি ভালোবাসা কয়
কি বেদনা যে ব'য়ে যায় !
এখন আমাকে তৃপ্ত হতে দাও ।।
যেওনা, বরং আরও দাড়াও
রাতের পরে সকাল আছে, গোলাপের কাটা দাও
ত্বকসব ঠান্ডা হয়ে গেছে, তোমার হাতে আমাকে জ্বালাও
তোমার সাথে আমার অনেক কাজ আছে ।।
আমার হৃদয়ে সন্দেহ ভরে থাকে
তুমি চলে গেলে না আসা পর্যন্ত
আমার জিবনে দুঃস্বপ্ন বাসা বাঁধে
তোমার স্বর (কন্ঠ) না শোনা পর্যন্ত
কথা বলতেও ভীত হই
তোমার সাথে কথা বলে তৃপ্ত না হওয়া পর্যন্ত
তারপরই তো সেই একই সূর্য উঠে
তুমিতো জানইনা তুমি আমার কে !!!
এরেই কি ভালোবাসা কয়
কি বেদনা যে ব'য়ে যায় !
এখন আমাকে তৃপ্ত হতে দাও ।।
যেওনা, বরং আরও দাড়াও
রাতের পরে সকাল আছে, গোলাপের কাটা দাও
ত্বকসব ঠান্ডা হয়ে গেছে, তোমার হাতে আমাকে জ্বালাও
তোমার সাথে আমার অনেক কাজ আছে ।।
যেওনা, বরং আরও দাড়াও
রাতের পরে সকাল আছে, গোলাপের কাটা দাও
ত্বকসব ঠান্ডা হয়ে গেছে, তোমার হাতে আমাকে জ্বালাও
তোমার সাথে আমার অনেক কাজ আছে ।।