(2x)
দয়া করে হৃদয়টা ফিরিয়ে দাও,যেটা তুমি চুরি করে নিয়ে গিয়েছিলে
যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার অনুভূতির ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হচ্ছ
যদি তুমি ভালোবাসার খোঁজ করো
তবে সবচেয়ে সুখের ব্যাপার হচ্ছে, বিষয়টাকে পরিবর্তন করবো এবং
আমি আমার দরজা খুলে দেবো অত্যন্ত আনন্দের সাথে।
শুধুমাত্র তুমি ছিলে,
তুমি ছিলে (3x)
আমি বলছি, আমি শুধুমাত্র তোমার জন্য খুশি
আমি তোমার জন্য দুষ্টুমি ধরে রাখবো
অল্প একটু, অনেক পরে
শুধুমাত্র তুমি ছিলে...
শুধুমাত্র তুমিই আমার জাদু দেখতে পারতে
বিশ্বাস করো,তুমিই তোমার
হৃদয়ের বাইরে যেতে পারো
যদি তুমি ভালোবাসার সন্ধান করো,
এটাই চিত্তাকর্ষক
যা ব্যাপারটাকে পরিবর্তন করে দেয়
দরজাটি তোমার জন্য খুলে দেয়া হবে।
(2x)
শুধুমাত্র তুমিই ছিলে
তুমিই ছিলে(3x)
আমি বলছি, আমি শুধমাত্র তোমার জন্য খুশি
আমি তোমার জন্য দুষ্টুমি ধরে রাখবো
অল্প একটু, অনেক পরে
শুধুমাত্র তুমিই ছিলে...