তুমি আল্লাহর এক দান
তুমি আমার চখের জ্যোতি
তোমার দর্শন আমার অসুখের শিফা
এস, হৃদয়ের শিফা পাক আমার প্রান ।।
তোমাকে যে ভালবাসে সে প্রেমিক হয়
এস, প্রেমে ভ’রে যাক আমার প্রান
আমি জানি, আমাকে চায় তোমার জান ।
তাহলে এ হতভাগা কেন অপেক্ষায় ??
এস, দেখাও তোমার গলাপি বদন
এখানে এক ভিক্ষিরি করিছে রোদন ।
এস, ভালবাস এই গরিবে
এস, বিষণ্ণ করনা এ দিনহীনে ।