আধারে তোমাকে দেখা
তুমি আমাকে প্রাণবন্ত করলে
তুমি আমাকে ভাবালে যে
আমি যথেষ্ট ছিলাম
সেই রাতে একসাথে নাচা
অনেক মাতাল হওয়া
আমি তোমাকে ধরে রেখেছিলাম
যখন তুমি বমি করছিলে
এরপর তুমি পিছন ফিরে হাসলে
মুহুর্তের জন্য আমি প্রশান্ত / সংযত হয়ে গিয়েছিলাম
আমি তোমাকে কাছে টেনে নিয়েছিলাম
তুমি আমাকে থেকে যেতে বলেছিলে
আমি তোমাকে বলেছিলাম , আমি তোমাকে আগেই বলেছি
তোমার রেস্ট নেওয়া উচিত
আমি জানতাম তখনেই তোমাকে ভালোবেসে ফেলিছি
কিন্তু তুমি জানতে না
কারন স্বাভাবিক ব্যাবহার করেছিলাম
যখন তোমাকে ছেড়ে যাওয়ার ভয় পেতাম
তখন আমি জানতাম তোমাকে আমার দরকার
কিন্ত কখনো দেখাই নি
কিন্তু আমি চাই তোমার সাথে থাকতে
যতক্ষণ না আমরা বৃদ্ধ হই
শুধু একবার বল যেতে দিবে না
শুধু একবার বল যেতে দিবে না
আমি তোমাকে ঘুম থেকে উঠাতাম নাসতা নিয়ে
আমি তোমার জন্য কফি আনবো
তোমার কপালে চুমু দিয়ে
ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যেতাম
হাত নেড়ে বিদায় দেবো
আমি আমার ভাগ্যর তারাকে ধন্যবাদ যানাবো ঐ রাতের জন্য
যখন তুমি তাকাবে
মুহুর্তের জন্য ভুলে যাবো আমি বুড়ু
আমি এখন নাচতে চাই তোমার সাথে
তুমি সবসময়ের মতই সুন্দর
কসম তুমি প্রতিদিন আরো হবে
তুমি কোননা কোন ভাবে বুঝালে
আমি তোমার গভীর প্রেমে
এবং আমি আশা করি তুমি জানো
তোমার ভালোবাসা
সোনার থেকেও দামি
দেখ কতদূর এসেছি আমরা
দেখ কিভাবে বড় হয়েছি আমরা
কিন্তু আমি চাই তোমার সাথে থাকতে
যতক্ষণ না আমরা বৃদ্ধ হই
শুধু একবার বল যেতে দিবে না
শুধু একবার বল যেতে দিবে না
তোমার সাথে থাকতে চাই
এমনি যখন আমারা ভুত তখনও
কারন তুমি সবসময় আমার জন্য ছিলে
যখন তোমাকে সবচেয়ে দরকার
ততদিন পর্যন্ত তোমাকে ভালোবাসবো
আমার ফুসফুস হাল ছেড়ে দেয়
কথা দিলাম মৃত্যু ছাড়া আমরা আলাদা হবো না
ঠিক আমাদের অঙ্গীকারনামার মত
তাই এই গানটা লিখেছিলাম তোমার জন্য
এখন সবাই জানে
কারণ শুধু তুমি আর আমি
যতক্ষণ না আমরা বৃদ্ধ হই
শুধু একবার বল যেতে দিবে না
শুধু একবার বল যেতে দিবে না
শুধু একবার বল যেতে দিবে না