আমি সপ্তবর্ষী, বাহুর নিচে একটি টেডি
বিপিতা গৃহে ভয়-ভীতি নিয়ে আসে
শুধু কঠোর বাক্যের বর্ষণ হয়, তবে কাঁচগুলো ভেঙে পড়ে না
আমি সবমিলিয়ে একটি নিরাপদ গৃহ চেয়েছিলাম
১৪ বছর এবং আমি হিপ-হপ গান শুনি
প্রথমবারের মত কাজিনের টেপরেকর্ডার নিয়ে র্যাপ করি
আমি বেশি কিছু চাই নি, শুধু চেয়েছি অপ্রয়োজন থেকে ছাড়া পেতে
মা, দেখ, আজকে আমাদের দুজনের জন্যই র্যাপ করি
২১ বছরে নিজের প্রথম চুক্তি স্বাক্ষর করি
যথেষ্ট ছিল না, তারপরও লক্ষ্য পূরণের প্রথম ধাপ
দুই রুমের বাসা, সরকারী সহায়তা- আর নয়
এই দিনগুলো কাটিয়ে উঠবো, মা, বিশ্বাস কর
এই দিনগুলো কাটিয়ে উঠবো, মা, বিশ্বাস কর
এই দিনগুলো কাটিয়ে উঠবো, মা, বিশ্বাস কর
কোন কিছুর মতই নয়
কেন কোন কিছুর মত নয়?
আমাদের কি এভাবে থাকা উচিত?
আমাদের কি কোন মূল্য নেই?
কোন কিছুর মতই নয়
কেন কোন কিছুর মত নয়?
আমাদের কি এভাবে থাকা উচিত?
আমাদের কি কোন মূল্য নেই?
আমাদের কি কোন মূল্য নেই?
আমাদের কি কোন মূল্য নেই?
গ্রীষ্মের গোধূলিলগ্নে বাইরে অনেক গরম
আমার বয়স ৬৩, আমার হাতের কাছে আমার নাতনি
হাঁটতে শিখছে আর আমি তাকে সামলাই
আশা করি আমিও যখন হাঁটতে পারব না তখন সে সহায়তা করবে
৭০ বছর! হাস্যকর! ঠিকমত তাকানোর সময়টুকু পেলাম না
হঠাৎ করে আমি আরও বৃদ্ধ ও ধূসর
পথে যেসব ভাঙা টুকরাগুলো কুড়িয়েছি
আমার মনে হয়নি সেগুলো দিয়ে একটি ঘর বানানো সম্ভব
৭৭ বছর বয়সে আমি বুঝতে শুরু করলাম যে
তোমার চলার প্রতিটি ধাপই মূল্যবান
রসায়নবিদের মত একবার পুরো পৃথিবী দৌড়েছি
আমরা সবাই এক- এটা বোঝার জন্য।
আমরা সবাই এক- এটা বোঝার জন্য।
আমরা সবাই এক- এটা বোঝার জন্য।
কোন কিছুর মতই নয়
কেন কোন কিছুর মত নয়?
আমাদের কি এভাবে থাকা উচিত?
আমাদের কি কোন মূল্য নেই?
কোন কিছুর মতই নয়
কেন কোন কিছুর মত নয়?
আমাদের কি এভাবে থাকা উচিত?
আমাদের কি কোন মূল্য নেই?
আমারও একটি পরিবার আছে
আমার শরীরে রক্ত প্রবাহমান
সময় পরিবর্তিত হবে
সবকিছুকে ভুলে গিয়ে, পিছনে ফেলে দিয়ে
আমারও একটি পরিবার আছে
আমারও নিজস্ব শিকড় আছে
সময় পরিবর্তিত হবে
কিন্তু আমি আমার শিকড়কে কখনই ভুলব না।
কোন কিছুর মতই নয়
কেন কোন কিছুর মত নয়?
আমাদের কি এভাবে থাকা উচিত?
আমাদের কি কোন মূল্য নেই?
কোন কিছুর মতই নয়
কেন কোন কিছুর মত নয়?
আমাদের কি এভাবে থাকা উচিত?
আমাদের কি কোন মূল্য নেই?
লা লা লা লা লা লা, লা লা লা লা লা
সাফি, সাফি, সাফি, সাফি (আই-আই-আই, ইয়া)
লা লা লা লা লা লা, লা লা লা লা লা
সাফি, সাফি, সাফি, সাফি
লা লা লা লা লা লা, লা লা লা লা লা (কোন কিছুর মতই নয়?)
সাফি, সাফি, সাফি, সাফি
লা লা লা লা(আমাদের কি এভাবে থাকা উচিত?আমাদের কি কোন মূল্য নেই?)
সাফি, সাফি, সাফি, সাফি (আই-আই-আই, ইয়া)