[প্রথম ভাগ]
হয়তো ভুল করেছি, হয়তো নিজের সাথে মিথ্যা বলছি
হয়তো এখন আমার পরিবর্তিত হওয়া উচিৎ
হয়তো আমার সাফল্যগুলোই অমঙ্গলজনক
আমার সাথে পরে যা ঘটবে সেটাই কি সমাধান?
হয়তো আমি কিছুই না, হয়তো আমি অসাধারণ
অথবা সামান্য করে দুটোই
হয়তো নিজেকে বাঁচাবো, অথবা হাল ছেড়ে দিব
হয়তো বেশিই বলে ফেলছি, অথবা এটাও যথেষ্ট নয়
বিরক্ত হয়ে গিয়েছি "Ctrl C" "Ctrl V" করতে করতে
আমার যা কিছু আছে, সবকিছুকে নিয়ে "Ctrl Z" এ বেড়াতে যেতে চাই
[স্থায়ী]
যদি আমার কথাগুলো শুধু প্রশ্নবোধকই হয়
আমার চোখ দুটো বন্ধ কর, বাহুদ্বয় প্রসারিত কর
এবং আবারও আমাকে জড়িয়ে ধর
যতক্ষণ, যতক্ষণ এখানে আছো
যতক্ষণ বাইরে অন্ধকার আছে
বাহু প্রসারিত কর এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধর
যতক্ষণ, যতক্ষণ এখানে আছো
যতক্ষণ বাইরে অন্ধকার আছে
তোমাকে অনেক পছন্দ করি, সেক্ষেত্রে তুমিও
[দ্বিতীয় ভাগ]
হয়তো যখন কান্না করা উচিৎ তখন হাসি
হয়তো সর্বদা সত্যি বলি না
হয়তো আমার কারণ থাকে, হয়তো আমি মজা করি
হয়তো যে পথ বেছে নিয়েছি সেটা ভাল নয়
হয়তো Plan B তৈরি করিনি
হয়তো আমি সাদাসিধে, তবে বিশ্বাস করি প্রায় পৌঁছে গেছি
এবং সবার মতই আমিও কিছুটা অদম্য
কিছুটা হারিয়ে গিয়েছি, তবে দৃষ্টি সর্বদা সজাগ
হয়তো আমার ঘুমিয়ে পড়া উচিৎ
[স্থায়ী]
যদি আমার কথাগুলো শুধু প্রশ্নবোধকই হয়
আমার চোখ দুটো বন্ধ কর, বাহুদ্বয় প্রসারিত কর
এবং আবারও আমাকে জড়িয়ে ধর
যতক্ষণ, যতক্ষণ এখানে আছো
যতক্ষণ বাইরে অন্ধকার আছে
বাহু প্রসারিত কর এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধর
যতক্ষণ, যতক্ষণ এখানে আছো
যতক্ষণ বাইরে অন্ধকার আছে
তোমাকে অনেক পছন্দ করি, সেক্ষেত্রে তুমিও
[পুনরাবৃত্তি]
আমাকে আবার জড়িয়ে ধর
আমাকে শক্ত করে জড়িয়ে ধর