ফুটপাথে হাঁটতে হাঁটতে আমি তোমার কথা ভাবি
প্রশস্ত পথে আমি তোমার কথা ভাবি
অন্ধকার রাতে আমি তোমার কথা ভাবি
এমনকি দেরি হয়ে গেলেও
পথের আলোর নিচে আমি তোমার কথা ভাবি
সূর্যের আলোতে আমি তোমার কথা ভাবি
সকল প্রহরে আমি তোমার কথা ভাবি
ধুলোবালির নিচেও
আমরা সুন্দর ছিলাম
তারপরও আমরা গতি বাড়িয়েছিলাম কোনরূপ থামাথামি ছাড়াই
আমরা একে অপরকে অনেক ভালোবেসেছি
একে অপরকে জানার জন্য
আমরা সুন্দর ছিলাম
প্রায়ই, যখন কোন কারণ ছাড়াই আমরা হাসতাম
আমরা একে অপরকে অনেক ভালোবেসেছি
একে অপরকে জানার জন্য
যখন জেগে উঠি তখন তোমার কথা ভাবি
এখনও ঘুম পাচ্ছে তারপরও তোমার কথা ভাবি
সূর্যের অতিরিক্ত আলোতেও তোমার কথা ভাবি
কখনই অনুরূপভাবে নয়
দড়িলাফ দেওয়ার সময় আমি তোমার কথা ভাবি
আমি আহত তারপরও তোমার কথা ভাবি
যদি কখনও পিছিয়ে যাই, তোমার কথা ভাবি
আমি সত্যিই হাস্যকর
আমরা সুন্দর ছিলাম
তারপরও আমরা গতি বাড়িয়েছিলাম কোনরূপ থামাথামি ছাড়াই
আমরা একে অপরকে অনেক ভালোবেসেছি
একে অপরকে জানার জন্য
আমরা সুন্দর ছিলাম
প্রায়ই, যখন কোন কারণ ছাড়াই আমরা হাসতাম
আমরা একে অপরকে অনেক ভালোবেসেছি
একে অপরকে জানার জন্য
আমি দুঃখিত, আমি তোমার কথা ভাবি
প্রায় অবসন্ন তারপরও তোমার কথা ভাবি
রিক্তহস্তেও তোমার কথা ভাবি
অনেক ক্লান্ত আমি
প্রত্যেক পথে আমি তোমার কথা ভাবি
আমি নিজের কথা শুনলেও তোমার কথা ভাবি
সন্দেহের ছায়ার তলেও তোমার কথা ভাবি
আমি নিজের জন্যই অসুস্থ
আমরা সুন্দর ছিলাম
তারপরও আমরা গতি বাড়িয়েছিলাম কোনরূপ থামাথামি ছাড়াই
আমরা একে অপরকে অনেক ভালোবেসেছি
একে অপরকে জানার জন্য
আমরা সুন্দর ছিলাম
প্রায়ই, যখন কোন কারণ ছাড়াই আমরা হাসতাম
আমরা একে অপরকে অনেক ভালোবেসেছি
একে অপরকে জানার জন্য
তুমি জানো দম বন্ধ অনুভব করলেও আমি তোমার কথা ভাবি
যখন সারারাত বাইরে থাকি, আমি তোমার কথা ভাবি
শ্বাস নিতে ভুলে গেলেও তোমার কথা ভাবি
দিনের শেষ প্রান্তে
এখনও প্রতি রাতে তোমার কথাই ভাবি
মন খারাপ থাকলে আমি তোমার কথা ভাবি
কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও তোমার কথা ভাবি
আমি বিশ্বাস করতে পারি না
আমরা সুন্দর ছিলাম
তারপরও আমরা গতি বাড়িয়েছিলাম কোনরূপ থামাথামি ছাড়াই
আমরা একে অপরকে অনেক ভালোবেসেছি
একে অপরকে জানার জন্য
আমরা সুন্দর ছিলাম
প্রায়ই, যখন কোন কারণ ছাড়াই আমরা হাসতাম
আমরা একে অপরকে অনেক ভালোবেসেছি
একে অপরকে জানার জন্য