না, কিছু তো নয়
না, অনুতাপ ও নয়
ভালো যদি, কেউ করে থাকে
মন্দ টাও, যে একই লাগে
না, কিছু তো নয়
না, অনুতাপ ও নয়
দাম দিয়ে, সব মুছে, ভুলে গিয়ে
পরোয়া নেই আর অতীতে
স্মৃতি গুলো সব নিয়ে
দিয়েছি যে পুড়িয়ে
দুঃখেতে বা সুখে
আর থাকতে যে চাইনে
আমার ভালোবাসারা
তাদের সব গল্প কথা
দিয়েছি যে সরিয়ে
আমি এখন এক শূন্যতে
না, কিছু তো নয়
না, অনুতাপ ও নয়
ভালো যদি, কেউ করে থাকে
মন্দ টাও, যে একই লাগে
না, কিছু তো নয়
না, অনুতাপ ও নয়
মোর জীবন আর খুশি
আজ তা সব, তোমায় দিলাম সঁপি