current location : Lyricf.com
/
Songs
/
ও মন রমজানের ঐ রোজার শেষে [ō mana ramajānēra ai rōjāra śēṣē] lyrics
ও মন রমজানের ঐ রোজার শেষে [ō mana ramajānēra ai rōjāra śēṣē] lyrics
turnover time:2024-12-17 07:49:04
ও মন রমজানের ঐ রোজার শেষে [ō mana ramajānēra ai rōjāra śēṣē] lyrics

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ইদ(২বার)

তুই আপনাকে আজ বিলিয়ে দে

শোন আসমানি তাগিদ(২বার)

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ইদ ।

তোর সোনাদানা বালাখানা

সব রাহে লিল্লাহ (২বার)

দে জাকাত মুর্দা মুসলিমের আজ

ভাঙ্গাইতে নিঁদ (২বার)

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ইদ ।

আজ পড়বি ইদের নামাজ রে মন

সেই সে ইদগাহে(২বার)

যে ময়দানে সব গাজী মুসলিম

হয়েছে শহীদ(২বার)

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ইদ ।

আজ ভুলে গিয়ে দোস্ত-দুশমন

হাত মিলাও হাতে(২বার)

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল

ইসলামে মুরিদ(২বার)

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ইদ ।

{যারা জীবন ভরে রাখছে রোজা

নিত- উপবাশী

সেই গরীব এতিম মিসকিনে দে

যা কিছু মফিদ}

ঢাল হৃদয়ের তোর তশতরীতে

শিরণী তৌহিদের(২বার)

তোর দাওয়াত কবুল করবেন হজরত,

হয় মনে উমীদ(২বার)

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ইদ ।

{তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে

ইঁট পাথর যারা

সেই পাথর দিয়ে তোল রে গ'ড়ে

প্রেমেরি মসজিদ}

তুই আপনাকে আজ বিলিয়ে দে

শোন আসমানি তাকিদ (২বার)

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ইদ(কয়েকবার)

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by
Show More Comments
Latest update
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved