ফিরে এস, মুক্ত কর মোরে
এখন অনন্ত থেকে
ভালোবাসা এক রহস্য
দুরত্ব আমারে খুন করে ।
ফিরে এস, আমি এখন তোমাকে চাই
তুমিই আমার ভালোবাসা, তোমাতে পাই
আমি আছি শূন্য 'পরে
তুমি নাও মোরে ঘুরে ঘুরে ।।
আ......র , আর আমি স্বপন দেখি
আজ রাতে কি ভাবি তুমি আর আমি
আ......র , আর আমি স্বপন দেখি
আমি তোমার ভালোবাসা অনুভব করি
যখন শক্ত করে তোমারে জড়ায়ে ধরি ।।
আমি ঠিক তোমারে ভালবাসতে চাই
আর ঠিক তুমি তাই যা আমি চাই
আর ঠিক আমি তোমারে ভালোবাসা দিতে চাই আছে যা আমার
আমার ঠোঁটে আমি অনুভব করি আর তখন বলি আমি সত্য করি
কারন শুধু তুমিই একজন যারে আজ রাতে অনুভব করি ।।
তুমি নাও মোরে ঘুরে ঘুরে ।।
ফিরে এস, মুক্ত কর মোরে
এখন অনন্ত থেকে
ভালোবাসা এক রহস্য
দুরত্ব আমারে খুন করে ।
ফিরে এস, আমি এখন তোমাকে চাই
তুমিই আমার ভালোবাসা, তোমাতে পাই
আমি আছি শূন্য 'পরে
তুমি নাও মোরে ঘুরে ঘুরে ।।
তুমি নাও মোরে ঘুরে ঘুরে
তুমি নাও মোরে ঘুরে ঘুরে
যাও !
ফিরে এস, মুক্ত কর মোরে
এখন অনন্ত থেকে
ভালোবাসা এক রহস্য
দুরত্ব আমারে খুন করে ।
ফিরে এস, আমি এখন তোমাকে চাই
তুমিই আমার ভালোবাসা, তোমাতে পাই
আমি আছি শূন্য 'পরে
তুমি নাও মোরে ঘুরে ঘুরে ।।