ক’দিন বাচবে বল এই ফুল বাগানে
এ যে কয়টি ক্ষন ঝরে পড়ার আগে
এ জীবন শুধুই কিছু স্ম্রিতীর পাতা
(দেখরে চেয়ে) একটি ফুলে বসন্ত আসে না ।।
রাজা বাদশা পড়ছে মাটিচাপায়
(দেখরে ভেবে) থাকবে কি তুমি দুনিয়ায়
জিবনকে যতই যন্ত্রনাময় ভাব
ম্রিত্তুকে যতই উপহাস কর
জীবন ম্রিত্তু ছাড়া বোল কে আছে?
প্রেমিক তো নয়ই, তবে প্রেমই কি অমর (?)
যুবকেও বিশ্বাস নাই, মরবে কি শুধুই অজর?