current location : Lyricf.com
/
Songs
/
কফি হাউসের / হাউজের সেই আড্ডাটা [kaphi hā'usēra / hā'ujēra sē'i āḍḍāṭā] lyrics
কফি হাউসের / হাউজের সেই আড্ডাটা [kaphi hā'usēra / hā'ujēra sē'i āḍḍāṭā] lyrics
turnover time:2024-12-28 01:30:47
কফি হাউসের / হাউজের সেই আড্ডাটা [kaphi hā'usēra / hā'ujēra sē'i āḍḍāṭā] lyrics

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল

সোনালী বিকেল গুলো সেই

আজ আর নেই।

নিখিলেশ প্যারিসে মইদুল 1 ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে

গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে

পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুকছে দুরন্ত ক্যানসারে

জীবন করেনি তাকে ক্ষমা হায়।

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই

আজ আর নেই

 

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখপতি স্বামী তার

হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে যে

গাড়ি বাড়ি সব কিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক স্রোতা হয়ে

ডি'সুজা টা বসে শুধু থাকতো

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই

আজ আর নেই

একটা টেবিলে সেই তিনচার ঘন্টা

চারমিনার ঠোটে জ্বলতো

কখোনো বিষ্ণু দে কখোনো যামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাম

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই

আজ আর নেই

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হলনা কোথাও ছাপা

পেলনা সে প্রতিভার দামটা

অফিসের সোসালে ম্যামেচার নাটকে

রমা রায় অভিনয় করতো

কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ

কি লিখেছে তাই শুধু পড়তো

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই

আজ আর নেই

 

সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা আজো খালি নেই

একই সে বাগানে আজ এসছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালি নেই

কতো স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কতজন এলো গেল কতজনই আসবে

কফি হাউজটা শুধু থেকে যায়

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই

আজ আর নেই

২৬ নভেম্বর ২০১৪, বুধবার সন্ধ্যায় রাজধানীর এ্যাপোলো হসপিটালসে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মইদুলকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

সূত্রঃ http://www.bd-pratidin.com/entertainment/2014/02/02/41429

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by
Show More Comments
Manna Dey
  • country:India
  • Languages:Hindi, Bengali
  • Genre:Classical, Rock 'n' Roll
  • Official site:http://www.mannadey.in/
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Manna_Dey
Manna Dey
Latest update
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved