আমার সব বন্ধুরা রাগী,আস্তে নাও
এই দাড়াও তাদের তোমাকে তোমার পরিচয় জানতে দাও
এই হঠাত করে কিছু করো না
এই অর্ধেক ব্যবহার তো তুমি জানোই না
আমার সব বন্ধুরা রাগী,আস্তে নাও
এই দাড়াও তাদের তোমাকে তোমার পরিচয় জানতে দাও
এই হঠাত করে কিছু করো না
এই অর্ধেক ব্যবহার তো তুমি জানোই না
জনগনের কক্ষে স্বাগতম
এই যাদের কক্ষ আছে তারা একদিন ভালোবাসবে
এই ফেলে দেয়া
এই কেবল মাত্র আমরা দরজায় বন্দুক রেখেছি বলে
এর মানে এই নয় যে আমাদের মস্তিষ্ক হাত বোমায় বদলে যাবে
এই তুমি কখনো চিনবে না তোমার পাশে বসে থাকা পাগলকে
এই তুমি কখনো জানবে না তোমার পাশে বসে আছে খুনি
ভাববে তুমি: "কিভাবে আমি এখানে এলাম,তোমার পাশে এসে বসলাম? "
কিন্তু তারপরেও আমি যেসব বললাম,ভুলবে না যেন
আমার সব বন্ধুরা রাগী,আস্তে নাও
এই দাড়াও তাদের তোমাকে তোমার পরিচয় জানতে দাও
এই হঠাত করে কিছু করো না
এই অর্ধেক ব্যবহার তো তুমি জানোই না
এই আমরা বহিরাগতদের সাথে মিশতে যানি না
এই তারা বলে নতুনদের গায়ে গন্ধ
এই তোমার বিশ্বাসে সমস্যা আছে, বলতে হবে না
এই তারা বলে তারা পারে তোমার চিন্তাকে শুকতে
এই তুমি কখনো জানবেও না যে তোমার পাশে বসে আছে কুশীল
এই তোমার পাশে বসে থাকবে অদ্ভুত মানুষেরা
এই তুমি ভাববে : "কিভাবে আমি এখানে এলাম,তোমার পাশে এসে বসলাম? "
কিন্তু তারপরেও আমি যেসব বললাম,ভুলবে না যেন
(সাবধানে,সাবধানে)
আমার সব বন্ধুরা রাগী,আস্তে নাও
এই দাড়াও তাদের তোমাকে তোমার পরিচয় জানতে দাও
এই হঠাত করে কিছু করো না
এই অর্ধেক ব্যবহার তো তুমি জানোই না
আমার সব বন্ধুরা রাগী,আস্তে নাও
(সাবধানে)
এই দাড়াও তাদের তোমাকে তোমার পরিচয় জানতে দাও
(সাবধানে)
আমার সব বন্ধুরা রাগী,আস্তে নাও
(সাবধানে)
এই দাড়াও তাদের তোমাকে তোমার পরিচয় জানতে দাও
তুমি কেন আসবে,তুমি জানো তোনার থাকা উচিত ছিল
তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাকে দূরে রাখতে
এবং এখন তারা বাইরে মারতে তৈরি