বসরের পর বসর গেল, আমি তোমার কথা শুনেছি, আর তোমাকে ফাঁকি দেব কখনো ভাবিনি
আমার ব্যথা ক্ষত তোমাকে বলিনি, তবুও আমার হৃদয় তোমার প্রিয় হয়নি,
তুমি আমাকে আবার বিশ্বাস করে তোমার জীবন কাটাতে বল !
অসম্ভব, তোমাকে ভালবাসা (পুজা) , এমনকি তোমার বিষয়ে ভাবা ।
আল্লাহর কসম, তুমি আমার হৃদয় ভেঙ্গেছ, আর এসব সরলতা তুমি উপহাস করেছো
আর আজ কেন ইচ্ছা করো ফের আমি তোমার সাথে জিবন কাটাই,
আমি তোমার নিষ্ঠুরতায় ভুগেছি , তোমার চোখের বিশ্বাসঘাতকতা জেনেছি,
আর এতসবের পরও কিভাবে এবং কেন তোমার ভালবাসা আশা করি !
সারা জীবন আত্মা আমার বিভ্রমে পড়েছিল, কেন এত মিথ্যা বলেছ (?) তোমার যাদি নিতান্তই এসবের অভাব ছিল,
দিয়েছিলে এ জিবনে শ্রেষ্ঠ মজা, শপথ করেছিলে একসাথে থাকা
অবশেষে আমার জীবন তোমার হাতে ধ্বংস করে দিলে , বল সে আমার কোন অপরাধে ?
আল্লাহর কসম, তুমি আমার হৃদয় ভেঙ্গেছ, আর এসব সরলতা তুমি উপহাস করেছো
আর আজ কেন ইচ্ছা করো ফের আমি তোমার সাথে জিবন কাটাই,
আমি তোমার নিষ্ঠুরতায় ভুগেছি , তোমার চোখের বিশ্বাসঘাতকতা জেনেছি,
আর এতসবের পরও কিভাবে এবং কেন তোমার ভালবাসা আশা করি !
আল্লাহর কসম, তুমি আমার হৃদয় ভেঙ্গেছ, আর এসব সরলতা তুমি উপহাস করেছো
আর আজ কেন ইচ্ছা করো ফের আমি তোমার সাথে জিবন কাটাই,
আমি তোমার নিষ্ঠুরতায় ভুগেছি , তোমার চোখের বিশ্বাসঘাতকতা জেনেছি,
আর এতসবের পরও কিভাবে এবং কেন তোমার ভালবাসা আশা করি !