চিন্তাগুলো জট পাকিয়ে যায়
জীবজগতের শ্বাসপ্রশ্বাসরত প্রায় প্রতিটি জীবই
আমার মাথার উপরে বেড়ে উঠে
সময় সাপেক্ষ গাছপালাগুলো যেগুলো
আমার স্নায়ু ধরে টানতে থাকে
আমি এখান থেকে পালাতে পারব না
আমি দাঁড়িয়ে থাকি এবং বড় বড় গাছের সামনে কোন স্বপ্ন দেখতে পাই না
সুতরাং আমি বিরুদ্ধচারণ করি, হাতে কুড়াল উঠাই এবং হৃদয়কে অনুসরণ করি
অ্যামাজনে একজন অ্যামাজনি হয়ে যাই, না হলে আমি হারিয়ে যাই
যখন অন্ধকার নেমে আসে
আমার মাথায় জঙ্গল
আমার মাথায় জঙ্গল
আমি যদি আকাশ দেখতে নাও পাই
আমি নিজের পথ খুঁজে পাই
নিজের সহজাত প্রবৃত্তি এবং কুড়ালের সহিত
আমি টিকে থাকি, আমার মাথায় জঙ্গল
চিন্তাগুলো জট পাকিয়ে যায়
ভবিষ্যতের আশঙ্কায়, এবং আমি
এখন এ নিয়ে আর সংগ্রাম করি না
নিজের সম্পর্কে ভালো কিছু অনুভব করতে শুরু করেছি
এই সীমাহীন সবুজে
নতুন আশাগুলোকে রোপণ করেছি
এবং যদি উইপোকা আমার অবসর সময়কে নষ্ট করেও
আমি জানি, সমস্ত বানরের চিৎকারের পরও আমার ধৈর্যের বাঁধ ভাঙবে না
এই! আমি জংলি তাই মশা খাই, প্রতিটি গাছের আগায় চিলেকোঠা বানাই
কারণ ঝোপঝাড়ের বাদ্যবাজনা এখনও বাকি!
আমার মাথায় জঙ্গল
আমার মাথায় জঙ্গল
আমি যদি আকাশ দেখতে নাও পাই
আমি নিজের পথ খুঁজে পাই
নিজের সহজাত প্রবৃত্তি এবং কুড়ালের সহিত
আমি টিকে থাকি, আমার মাথায় জঙ্গল
কখনও কখনও নিজেকে মুক্ত মনে করি
এই অসীম প্রশস্ততার মাঝে
এক মুহূর্তের জন্য যেন বাইরে চলে যাই
কিন্তু একটা সামান্য খচমচ শব্দই যথেষ্ট
এবং আমার অ্যামাজন
এসে আমাকে ধরে ফেলে! তারা তো আমারই!
আমার মাথায় জঙ্গল
আমার মাথায় জঙ্গল
আমার মাথায় জঙ্গল
আমার মাথায় জঙ্গল
আমি যদি আকাশ দেখতে নাও পাই
আমি নিজের পথ খুঁজে পাই
নিজের সহজাত প্রবৃত্তি এবং কুড়ালের সহিত
আমি টিকে থাকি, আমার মাথায় জঙ্গল