current location : Lyricf.com
/
Songs
/
ধিমতানা [Dheem Tana] lyrics
ধিমতানা [Dheem Tana] lyrics
turnover time:2024-11-13 22:28:11
ধিমতানা [Dheem Tana] lyrics

[যাও বলো তারে, মেঘের ওপারে,

বৃষ্টি বন্দনা, জুড়ে ধরণীতল ।

যাও বলো তারে, শ্রাবণ আষাঢ়ে,

মেঘের শতদলে ছুঁয়েছি ভেজা জল ।

মাতাল হাওয়ার ধ্বনি, বৃষ্টি কি শোনে না,

ময়ূর পেখম তোলে, ধিমতানা দেরে না ।

ধিমতানা, বাজে ধিমতানা, বাজে ধিমতানা, দে রে না !!

ধিমতানা, বাজে ধিমতানা, বাজে ধিমতানা, দে রে না !!] (২)

ভেজা জল টলমল, অপেক্ষার জানালা ছুঁয়ে ।

দুহাতে নিয়ে জল, ভেজাবো সুখের কপল ।

সন্ধ্যে এলো, ঝলোমলো, বৃষ্টি তবু এলো না ।

মাতাল হাওয়ার ধ্বনি, বৃষ্টি কি শোনে না,

ময়ূর পেখম তোলে, ধিমতানা দেরে না ।

ধিমতানা, বাজে ধিমতানা, বাজে ধিমতানা, দে রে না !!

ধিমতানা, বাজে ধিমতানা, বাজে ধিমতানা, দে রে না !!

স্বাগতম,সম্ভাষণ, অপেক্ষার হলো অবসান ।

প্রকৃতির, আভরণে, মন্ত্র তালের উচ্চারণ ।

রাত্রি এলো, জলছল, বৃষ্টি সুরের মূর্ছনা ।

মাতাল হাওয়ার ধ্বনি, বৃষ্টি কি শোনে না,

ময়ূর পেখম তোলে, ধিমতানা দেরে না ।

ধিমতানা, বাজে ধিমতানা, বাজে ধিমতানা, দে রে না !!

ধিমতানা, বাজে ধিমতানা, বাজে ধিমতানা, দে রে না !!

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by