একসময় তুমি আমার প্রেমিক ছিলে
তোমার অভিসারেও আমার বিরহ হ’ত
এখন তুমি অন্য ভালবাসা খুজে পেয়েছ
তোমার সুখ তোমারই থাক
কষ্ট আর দুঃখসব আমারই হোক
সুখী জিবন তোমার, তোমারই হোক
আমার চলার পথে আরও আছে দুঃখ কাঁটা
আমি ভাগ্যের শিকার, দুঃখ আমার কপালে লেখা
আমার বেঁচে থাকায় তফাৎ নাই
তুমি তো যথাসুখী হও
আমার কষ্টসব আমারে ভালবাসে
আমি প্রেমে মাতাল হয়েছি
আমার কামনা, পূর্ণ হোক তোমার সব আশা
জিবনে তোমার সব ভাগ্য খুলে যাক
কষ্ট আর দুঃখ সব আমার থাক
সুখিজীবন তোমার, তোমারই হোক
স্মৃতিসব আমার বিরহ
আমার জীবন তোমার জন্য, তোমারই হোক ।।
তোমাকে ছাড়া আরও একদিন গেল চলে
দেখ, আমার ভালবাসা কাঁদে নিঃশব্দে
সমাধান আমার অন্তর্ধান, আমি সমাধানহীন, আমার আশাগুলো তোমার হোক
তোমার যত কষ্ট আসুক সব আমার হোক
আর সুখগুলো সব তোমার হোক
চেয়েছিলাম আমাদের জীবন একসাথে কাটাবো
চাইনি ভাংতে, কিন্তু ভাগ্যের পরিহাস
আমার জীবন দুঃখ কষ্টে ভরা, আর তুমি আশার পথে চলা
আজ তোমাকে ছাড়া, দেখ তোমার সাথে বসন্তও গেল চলে ।
একসময় তুমি আমার প্রেমিক ছিলে
তোমার অভিসারেও আমার বিরহ হ’ত
এখন তুমি অন্য ভালবাসা খুজে পেয়েছ
তোমার সুখ তোমারই থাক
কষ্ট আর দুঃখসব আমারই হোক
সুখী জিবন তোমার, তোমারই হোক ।।