চুপ! মুখে কোন কিছু বলনা
চুপ! তোমার চোখদুটো কথা বলুক
মেরে ফেল আমাকে, তুমি মেরে ফেল তো
তোমার ভালবাসা আমার হৃদয়ে গেথে থাক ।।
আমার মনে হয়, আমি আর নাই
আমার চোখ কিছু দেখেনা
আমি পাগল তোমার ভালবাসায়
আমার বুদ্ধি-বিবেক হারিয়েছি তোমাতে
যদি না থাকে আমি কি পাগল নই ?
ক্রেজি কি পাগল নয় ?
কোন খবর যদি উড়ে আসে
আবার আমি তোমার কাছে দৌড়ে আসতাম ।।