current location : Lyricf.com
/
Songs
/
Dalalera gita [Transliteration]
Dalalera gita [Transliteration]
turnover time:2024-11-14 16:50:36
Dalalera gita [Transliteration]

(১)

বড় সুখের খবর গাই

সুরভি-কুঞ্জেতে নামের হাট খুলে’ছে / খোদ নিতাই

(২)

বড় মোজার কথা তায়

শ্রদ্ধা-মূল্যে শুদ্ধ-নাম সেই হাটেতে বিকায়

(৩)

যত ভক্ত-বৃন্দ বসি’

অধিকারী দেখে’ নাম বেচ্ছে দর কসি’

(৪)

যদি নাম কিন্বে, ভাই

আমার সঙ্গে চল, মহাজনের কাছে য়াই

(৫)

তুমি কিন্বে কৃষ্ণ-নাম

দস্তুরি লৈব আমি, পূর্ণ্ণ হ’বে কাম

(৬)

বড় দয়াল নিত্যানন্দ

শ্রদ্ধা-মাত্র ল’য়ে দেন পরম-আনন্দ

(৭)

এক-বার দেখলে চক্ষে জল

’গৌর’ বলে’ নিতাই দেন সকল সম্বল

(৮)

দেন শুদ্ধ কৃষ্ণ-শিক্ষা

জাতি, ধন, বিদ্যা, বল না করে অপেক্ষা

(৯)

অমনি ছাডে মায়া-জাল

গৃহে থাক, বনে থাক, না থাকে জঞ্জাল

(১০)

আর নাইক কলির ভয়

আচণ্ডালে দেন নাম নিতাই দয়াময়

(১১)

ভক্তিবিনোদ ডাকি’ কয়

নিতাই-চরণ বিনা আর নাহি আশ্রয়

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by