তোমাকে যদি ভালবাসতাম, ভালবাসতাম
তোমাকে যদি ভালবাসতাম, ভালবাসতাম
তাদের বোকা হ'তে দিও না, আচ্ছা
অথবা শিখাতেও যেও না আচ্ছা, ওহ না!
আমাদের নিজস্ব এক্তা মন আছে
ফলে, তুমি জাহান্নামে যাও, যদি তোমার চিন্তা সঠিক না হয়
ভালবাসা আমাদের একাকি রাখেনা
অবশ্যই, আধারের পরে আলো আসবেই ।
তোমাকে যদি ভালবাসতাম, ভালবাসতাম
তোমাকে যদি ভালবাসতাম, ভালবাসতাম
জিবনের পথ এতই কংকরময় যে হোঁচট খেতেই হবে
সুতরং, যদি কারও ভুল ধর, সে তো তোমাকেও মাপবে
ভালবাস তোমার সঙ্গী লোকটাকে
(তোমাকে যদি, তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম
তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম
তোমাকে যদি, তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম
তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম)
তাদের পরিবর্তন হতে দিওনা আচ্ছা, ওহ
অথবা পুনর্বিন্যাস ও না, আচ্ছা, ওহ না
আমরা জীবন পেয়েছি বেঁচে থাকার
তারা বলে শুধুমাত্র, শুধুমাত্র
শুধুমাত্র যোগ্যরাই বেঁচে থাকবে
বেঁচে থাক, এহ!
তোমাকে যদি ভালবাসতাম, ভালবাসতাম
তোমাকে যদি ভালবাসতাম, এখনই, আর ভালবাসতাম ?
তুমি হারাবে না পানির ফোয়ারা, যতদিন তা না শুকায়
কোন ব্যপারই না কেমন ব্যবহার করেছো তার সাথে, পুরুষ তো পরিতৃপ্ত হবেনা কখনো
কিছু বল, কিছু বল !
(তোমাকে যদি, তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম ?
কিছু বল! তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম
কিছু বল! কিছু বল! (কিছু বল !)
কিছু বল ! কিছু বল ! (তোমাকে যদি ভালবাসতাম)
কিছু বল ! কিছু বল ! দ্রুতলয়ে রিজ্ঞি সঙ্গিতের মত
কিছু বল ! রক সঙ্গিতের মত
কিছু বল ! কিছু বল ! দ্রুতলয়ে রিজ্ঞি সঙ্গিতের মত
কিছু বল ! রক সঙ্গিতের মত
কিছু বল ! (তোমাকে যদি ভালবাসতাম)
কিছু বল ! উহ!
কিছু বল ! এস !
কিছু বল! (তোমাকে যদি, তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম?)
কিছু বল! (তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম?)
কিছু বল! (তোমাকে যদি, তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম?)
কিছু বল! (তোমাকে যদি, তোমাকে যদি ভালবাসতাম?)