বিদায়, হে বিলেতের গোলাপ
আবার ফিরে এস তুমি আমাদের হৃদয়ে
তুমি নিজেকে করেছিলে করুনার আধার
তাদের কাছে, জীবন যাদের ভেঙ্গে হয়েছিলি একাকার
আমাদের দেশে ডাক দিয়েছিলে তুমি
আর ব্যাথিতকে দিয়েছিলে স্বান্তনার বাণী
আজ তুমি আছো স্বর্গে
আর তারকার রাজ্যে তোমারই নাম বাঁজে ।।
আমার মনে তোমার জীবন
বাতাসের মাঝে এক আলোকবর্তিকা
সূর্যাস্তেও কখনও মলিন হয়না ।
যখন বৃষ্টি হয়
আর তোমার পদচিহ্ন সর্বক্ষণই পড়ে
বিলেতের সবচেয়ে সবুজ পাহাড়ে
অনেক আগেই জ্বলেছিল তোমার বাতি
তোমার তুলনা শুধুই তুমি ।।
সৌন্দর্য আমরা হারিয়েছি
তোমার হাসিছাড়া শূন্যতায় ভরা এসব দিন
এ আলোকবর্তিকা আমরা সব সময় বো'য়ে যাব
আমাদের জাতির সোনার সন্তানদের জন্য
আর আমরা যতোই চেষ্টা করি
সত্য আমাদের অশ্রু আনে
আমরা সব কিছু ভাষায় ব্যক্ত করতে পারিনা
এত বসর ধরে যে আনন্দ তুমি আমাদের দিয়েছ ।।
আমার মনে তোমার জীবন
বাতাসের মাঝে এক আলোকবর্তিকা
সূর্যাস্তেও কখনও মলিন হয়না ।
যখন বৃষ্টি হয়
আর তোমার পদচিহ্ন সর্বক্ষণই পড়ে
বিলেতের সবচেয়ে সবুজ পাহাড়ে
অনেক আগেই জ্বলেছিল তোমার বাতি
তোমার তুলনা শুধুই তুমি ।।
বিদায়, হে বিলেতের গোলাপ
আবার ফিরে এস তুমি আমাদের হৃদয়ে
তুমি নিজেকে করেছিলে করুনার আধার
তাদের কাছে, জীবন যাদের ভেঙ্গে হয়েছিলি একাকার
আমাদের দেশে ডাক দিয়েছিলে তুমি
আর ব্যাথিতকে দিয়েছিলে স্বান্তনার বাণী
আজ তুমি আছো স্বর্গে
আর তারকার রাজ্যে তোমারই নাম বাঁজে ।।
আমার মনে তোমার জীবন
বাতাসের মাঝে এক আলোকবর্তিকা
সূর্যাস্তেও কখনও মলিন হয়না ।
যখন বৃষ্টি হয়
আর তোমার পদচিহ্ন সর্বক্ষণই পড়ে
বিলেতের সবচেয়ে সবুজ পাহাড়ে
অনেক আগেই জ্বলেছিল তোমার বাতি
তোমার তুলনা শুধুই তুমি ।।