অন্য কারও কথা শুনে কেমনে তোমার মন থেকে ফেলবে ছুঁড়ে মোরে
অন্য কারও চোখ দিয়ে কেমনে তুমি দেখবে মোরে সত্যিকারে ?
আমি এসবে অভ্যস্ত মনে করনা, আমার মরন ভয় হয়
অথবা এমন চললে আমার অনুভুতি তোমা হতে হারায় ।
তোমার কাছে কে প্রেম বিকায় (?) যদি কিনতে চাও কেন, যেতে চাও যাও
যদি ভালবাসতে চাও ভালবাস, আমার স্থলে, এটা তোমার উপহার নাও
এক অধ্যয় শেষ, এস আমরা মেনে নেই
কেন এ পাশ কাটানো, এস
বল, আমরা নিজেরাই জানি
কে ভুলায় তোমায় আমাকে ।
এই শেষ, সত্যই জানি এটা খুব হৃদয় বিদারক,
এমন ভালবাসা হারানো, মরনের চেয়ে বেশি বেদনাদায়ক
আমি এসবে অভ্যস্ত মনে করনা, আমার মরন ভয় হয়
অথবা এমন চললে আমার অনুভতি তোমা হতে হারায়
তোমার কাছে কে প্রেম বিকায় (?) যদি কিনতে চাও কেন, যেতে চাও যাও
যদি ভালবাসতে চাও ভালবাস, আমার স্থলে, এটা তোমার উপহার নাও
এক অধ্যয় শেষ, এস আমরা মেনে নেই
কেন এ পাশ কাটানো, এস
বল, আমরা নিজেরাই জানি
কে ভুলায় তোমায় আমাকে ।
কে ভুলায় তোমায় আমাকে ।