ভেবেছিলাম হারিয়ে গেছে, এখন দেখি তুমি রেখেছ স্বযতনে
প্রথম চাহনিতে জেগেছিল প্রেম,
আমি রেখেছিলাম বন্দি করে এ হলদে বুকে,
তুমি রেখেছিলে স্বযতনে, তাই প্রিয়তম, আশির্বাদ করি তোমাকে ।
কেমনে আমি এ ভালবাসা হারালাম ?
কেমনে আমি এ ভালবাসা ভুলিলাম ?
জিবন একদিন প্রতিদান দিতে চায়
এমন ইচ্ছা মানুষের হটাৎ করেই হয় ।।
ধন্যবাদ তোমাকে, প্রেম ধরে রেখেছ !
ধন্যবাদ তোমাকে, তোমার মনে আমাকে রেখেছ,
আমি আর আগের মত অন্ধকারে ভয় পাইনা,
তুমি খুব আলোকজ্ব্ল, আমার জন্য সাদা ।।