নীল জোছনায় যাই মিশে যাই,
তোমার কপল ছোঁবো বলে।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে।
নীল জোছনায় যাই মিশে যাই,
তোমার কপল ছোঁবো বলে।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে।
বৃষ্টি হয়ে নামি,
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আচলে।
যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতাঁরা হয়ে দেই দেখা।
তোমায় ঘিরে আমার স্বপ্ন মিছিল,
কি করে ভাবো তুমি একা?
যে চোখে আমায় তুমি
করেছো পাগল,
প্রেম মেখে যাই তার কাজলে।
বৃষ্টি হয়ে নামি,
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আচলে।
ঘোর লাগা কোন এক প্রহরে,
মনে গেঁথে গেছে তোমার মায়া।
খরতাপে পোড়া এ শহরে,
পাশে আছি হয়ে শীতল ছায়া।
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল,
পুড়ে যাই সুখে সেই অনলে।
বৃষ্টি হয়ে নামি
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আচলে।
বৃষ্টি হয়ে নামি
তোমার উঠনে আমি,
তোমার সাথে ভিজবো বলে।
তোমার আলিঙ্গনে,
মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আচলে।