প্রতিদিনই কিছু শেষ হ’য়ে যায়
যেতে যেতে বেদনা না দিয়েই সে চলে যায়,
সব ব্যাথা অলক্ষেই বরন হয়
শুধু প্রগাড় প্রেমের স্মৃতি থেকে যায় ।।
বিস্মৃত পাগল মন আমার
যে চলে যায়, তাকে যেতে দাও,
শুন্য এ হৃদয়ে তুমি গান গেয়ে যাও ।।
মিথ্যা আর নিষিদ্ধতা,
নিয়তই বাড়ায় পাপের বোঝা,
শেষ প্রায়শ্চিত্তও হয়না শেষ,
জিবনের সব গোলাপ একে একে হয় মলিন, নিঃশেষ ।।