current location : Lyricf.com
/
Songs
/
'[CB 1] [CB25] O Fortuna [Bengali translation]
'[CB 1] [CB25] O Fortuna [Bengali translation]
turnover time:2025-01-22 22:24:46
'[CB 1] [CB25] O Fortuna [Bengali translation]

হে অদৃষ্ট

চন্দ্রসম

তারই ন্যায় বিচিত্র ,

হও উদিত

নয় নিবন্ত;

জীবন করো ঘৃণিত

দাও শাস্তি

পরে স্বস্তি

খেলছো এক মনের দ্বন্দ্ব,

হোক দারিদ্র

বা প্রাবল্য

এক গলিত হিমেল তারল্য|

হে অদৃষ্ট

বিকট শূন্য,

তুমি এক ঘূর্ণাবর্ত,

হয় অনর্থ,

হিত ও ব্যর্থ

সদা যে অস্তমিত,

ছায়াবৃত

ও গুন্ঠিত

আমাকেও করো পীড়িত;

আজ তাই খেলায়

হয়ে অনাবৃত্ত

সইছি তোমার দুষ্কর্ম |

অদৃষ্ট মোর

স্বাস্থ্যে ও গুণে

রয়েছে এখন সংঘাতে,

হয়ে আক্রান্ত

ও অথর্ব

সদা আছে দাসত্বে |

তাই এখনই

অবিলম্বে

সুর বাঁধি তানপুরাতে;

অদৃষ্ট যে

শুধুই মারে,

কাঁদি যে সদা তাই মোরা সকলে!

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by
Show More Comments
Carl Orff
  • country:Germany
  • Languages:Latin, German (Middle High German), French, English
  • Official site:http://www.orff.de/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Carl_Orff
Carl Orff
Latest update
Copyright 2023-2025 - www.lyricf.com All Rights Reserved