যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারা টামিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকেই আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে
যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোন
আমি আর দূরে নেই যেন
একটু পরেই দেখা হবে দুজনাতে
যখন দখিন বাতাস গায় পরশ বুলাবে এসে
জেনো এসে গেছি আমি
অবশেষে বাসনার সেই নদীতীরে চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেঁদো নাকো বেদনাতে।
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারা টামিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকেই আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে